পাবনা: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৪১ কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতভর জেলার ১১টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে, হরতাল চলাকালে পাবনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। তবে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, বাইক, টেম্পো, ইঞ্জিন চালিত নসিমন, করিমন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে দোকান-পাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, অফিস-আদালত ব্যাংক-বীমা খোলা রয়েছে।
সকালে পাবনা শহরের নূরপুর ডাকবাংলোর কাছে পৌর বিএনপির কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, হরতাল অবরোধে এখন পর্যন্ত পাবনায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে নাশকতার আশঙ্কায় পুলিশের চলমান অভিযানে বিএনপি-জামায়াতের ৪১ কর্মীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫