ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পুরান ঢাকায় দু’টি ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
পুরান ঢাকায় দু’টি ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: পুরান ঢাকায় জজকোর্টের সামনের রাস্তায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা জজকোর্টের সামনের রাস্তায় পর পর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল-অবরোধ সমর্থকরা।



প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দু’টি ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই। ককটেল ফাটিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে ওই এলাকায় তল্লাশি চালায়। তবে কাউকে গ্রেফতার করা যায়নি বলে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।