ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী কৃষক শ্রমিক জনতা লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিরন সিদ্দিকী তার কার্যালয়ে যাচ্ছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি খালেদার গুলশান কার্যালয়ে যাবেন।
বিএনপি কার্যালয় সূত্র জানায়, নাসিরন সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসবে। এ সময় দেশের বর্তমান পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫