ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
খালেদার কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ মিছিল ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে জয় বাংলা স্লোগান ছাড়াও হরতাল-অবরোধের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।



স্লোগানে হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য খালেদা জিয়াকে হুঁশিয়ার করেন সংগঠনের নেতারা। হরতাল-অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।