ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে পেট্রোল বোমাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ময়মনসিংহে পেট্রোল বোমাসহ আটক ৪ ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহে ছাত্র ও যুবদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ককটেল ও ২টি পেট্রোল বোমা উদ্ধার কর‍া হয়।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।  

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর শহরের জামতলা এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি রোকনোজ্জামান সরকার রোকনের সেকেন্ড ইন কমান্ড আলী (১৯) ও দক্ষিণ জেলা যুবদল সভাপতি শামীম আজাদের ঘনিষ্ঠ সাগর (২২) কে আটক করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যমতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে শহরতলী মুক্তাগাছা বাইপাস রোড এলাকায় দু’যুবদল নেতা শরীফ (২২) ও মেহেদি (২১) কে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি এবং ককটেল ছুঁড়ে।

পুলিশ পাল্টা রাবার বুলেট ছুঁড়লে শরীফ ও মেহেদী রাবার বুলেটে আহত হন। এ সময় তাদের কাছ থেকে একটি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

বর্তমানে শরীফ ও মেহেদী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।