সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ের কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল করিম রুবেলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ধামরাইয়ের মহিশাষী বাজারে সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার মাহাবুব তুষার, যুগ্ম আহবায়ক জাকারিয়া দিপু, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, নাজমুল আলম, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাতুল চন্দ্র সুমন, সুতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতা মেহেদী হাসান মৃদুল, ছাত্রলীগ নেতা মহসীন আলম, আমিনুর ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহিশাষী বাজারে নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল করিম রুবেলকে পিটিয়ে জখম করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫