ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জবি ছাত্রমৈত্রীর নতুন সভাপতি মানোয়ার, সম্পাদক বিজু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জবি ছাত্রমৈত্রীর নতুন সভাপতি মানোয়ার, সম্পাদক বিজু

জবি: বাংলাদেশ ছাত্রমৈত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় সকলের সম্মতিতে  কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু ও সাধারণ সম্পাদক তানভীর রুসমত  এ কমিটি অনুমোদন করেন।



ইংরেজি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মানোয়ার হোসেন হিমালয়কে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী বিজু রায়কে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি  মহিবুল আশরাফ রাহাত, ফৌজিয়া আক্তার ও প্রমিত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আফলাতুন কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিরঞ্জিত দাস,  রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক কিবরিয়া হোসেন, অর্থ সম্পাদক অনংসা সাহা অনু ও দপ্তর সম্পাদক ইমরান হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রসেনজিৎ, উত্তম বিশ্বাস, অসীম, এস এম তাহের শাওন  ও গৌরাঙ্গ মন্ডকে নির্বাচিত করা হয়েছে।

কমিটির বিষয়ে বাপ্পাদিত্য বসু বাংলানিউজকে বলেন, সকলের সম্মতিতে শাখা সংসদটির নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।