বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক মনিরুজ্জামান লিখন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উজিরপুর সদরের বাসিন্দা আকতারুজ্জামানের ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, লিখনের বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫