ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আশুলিয়া থানা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
আশুলিয়া থানা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

সাভার (ঢাকা):  জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার সেক্রেটারি বশির আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার গাজিরচট ইউনিক এলাকার খন্দকার মসজিদ এলাকা থেকে ঢাকা জেলা উত্তরের ডিবি ইনচার্জ শাহিন শাহ পারভেজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।



আটক জামায়াত নেতার পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় সাদা পোশাকধারী কয়েজন লোক খন্দকার মসজিদ এলাকায় বশিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে। এ সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সাদা পোশাকধারীদের পরিচয় জানতে চাইলে ডিবি পুলিশ বলে পরিচয় দেয় তারা।

এ বিষয়ে  আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, বশিরকে ডিবি পুলিশ আটক করেছে। তবে তাকে এখনও থানায় সোপর্দ করেনি। বশিরের নামে গাড়ি ভাংচুর ও গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।