পঞ্চগড়: ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় জেলা শহরে এ কর্মসূচি পালন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী, সদর থানা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের, জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান বাবু, সাবেক ছাত্র নেতা নুরুজ্জামান বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫