দিনাজপুর: দিনাজপুরে হরতাল ও অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ও বিকেলে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ ও শিবির।
দুপুরে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-ধর্মঘটের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখা।
দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসফিকার সামসের নেতৃত্বে দিমেক ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল শেষে ডা. ইউসুফ আলী ছাত্রাবাস চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান বিপ্লব, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হারুন-উর রশিদ রায়হান ও দিমেক ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রাশেদ রানা প্রমুখ।
এদিকে, বিকেল ৪টার দিকে হরতাল-অবরোধ সমর্থনে দিনাজপুর শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে শিবির দিনাজপুর শহর শাখা।
মিছিলটি শহরের রেল স্টেশন রোড এলাকা থেকে সষ্টিতলা গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫