সাতক্ষীরা: দেশব্যাপী যানবাহনে অগ্নিসংযোগসহ পেট্রোল বোমা নিক্ষেপে শিশুসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি করেছে শিশু একাডেমি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকতা আবু জাফর মো. আসিফ ইকবাল, সিলভার জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি ও শিশু একাডেমির লাইব্রেরিয়ান রফিকুল ইসলাম প্রমুখ।
এতে জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এনসিটিএফ সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা ফেব্রুয়ারি ১২, ২০১৫