ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খাবার ফুরিয়ে এসেছে খালেদার কার্যালয়ে

উর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
খাবার ফুরিয়ে এসেছে খালেদার কার্যালয়ে ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান থেকে: কোনো খাবার আসছে না টানা দু’দিন ধরে। আসছে না খাবার পানিও।

মজুদ শুকনো খাবারেই তো দিন দু’য়েক চললো। এবার তাও শেষ হওয়ার পথে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা তাই পড়েছেন চরম খাদ্য-সঙ্কটে। বিএনপির দাবি অন্তত এমনই।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় খাবার ও পানির মজুদ ফুরিয়ে এসেছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আমাদের এখানে কোনো খাবার বা পানি ঢুকতে দেওয়া হয়নি। অবরুদ্ধ অবস্থায় আমরা না খেয়ে আছি। কাল ম্যাডাম (খালেদা জিয়া) নিজের কাছে থাকা শুকনো খাবার, মুড়ি, খেজুর আমাদের দিয়ে গেছেন। সামান্য সেই খাবার খেয়েই আছি।

অফিস স্টাফ ও দলের বিশ্বস্ত কর্মী মিলিয়ে অর্ধশতাধিক মানুষ খালেদা জিয়ার কার্যালয়ে আছেন জানিয়ে তিনি বলেন, দু’দিন তো মুড়ি-পানি খেয়ে চললো। এরপর সাপ্লাই না এলে না খেয়েই থাকতে হবে।

বিএনপির দাবি, প্রতিদিনের মতোই বুধবার রাতে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার দিতে আসা ভ্যান ফিরিয়ে দেয় পুলিশ। ওই ভ্যানে ১২০ প্যাকেট খাবার ছিলো।  

মূলত চেয়ারপারসনের অফিস স্টাফ ও সেখানে থাকা দলের কিছু বিশ্বস্ত কর্মী ছাড়াও দায়িত্বরত সংবাদ কর্মীদের এসব খাবার দেওয়া হতো। কিন্তু খালেদা জিয়ার খাবারের মজুদ আসলেই কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।