গাজীপুর: গাজীপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত সভাপতি পদে অ্যাডভোকেট মনোয়ার হোসেনকে নিয়োগ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতির অনুপস্থিতিতে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডভোকেট মনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫।