নীলফামারী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জনসমর্থনহীন কর্মসূচির কারণে মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতা করে বিএনপি-জামায়াত দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার নীলফামারীর যাদুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরিফুজ্জামান মুকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫