ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবিতে ২ ককটেল বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ঢাবিতে ২ ককটেল বিস্ফোরণে আহত ৩ প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক স্থানে দু’টি ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সুইমিংপুল সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরণে রিকশাচালক ও আরোহী এবং শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মোড়ে ককটেল বিস্ফোরণে চা বিক্রেতা আহত হন।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাবির সুইমিংপুল সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণে আহতরা হলেন, রিকশাচালক মিনজু (৫০) ও তার রিকশার আরোহী নূর আমিন (৩২)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেলের স্প্লিন্টারে তাদের পা গুরুতর জখম হয়।

নূর আমিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে মিনজু নামে ওই চালকের রিকশাযোগে কামরাঙ্গীরচরে নিজ বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি ঢাবির সুইমিংপুল সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্রই একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

ককটেলের স্প্লিন্টারে আঘাতে তারা (চালক-আরোহী) উভয়ই জখম হন বলেও জানান তিনি।

এদিকে শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মোড়ে ককটেল বিস্ফোরণে চা বিক্রেতা মো. সোহেল (২০) আহত হয়েছেন।

সন্ধ্যা সোয়া ৭টায় ঘটা এ ককটেল বিস্ফোরণে আহত হলে তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।