ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ভুল খবরের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ভুল খবরের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: একটি ইংরেজি দৈনিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ওই সংবাদ সম্মেলন হয়।



এতে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ দাবি করেন, ছাত্রলীগের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ‘সঠিক নয়’। প্রকাশিত প্রতিবেদনের স্থলে সংশ্লিষ্ট গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরবে বলে আমাদের প্রত্যাশা।

না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন সোহাগ।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন- ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শামসুল কবীর রাহাত, দফতর সম্পাদক শেখ রাসেল, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত হোসেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।