ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বনশ্রীতে চলন্ত বাসে পেট্রোল বোমা, হেলপারসহ দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বনশ্রীতে চলন্ত বাসে পেট্রোল বোমা, হেলপারসহ দগ্ধ ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা।

এতে ওই বাসের হেলপার মো. বাপ্পি (২৫) ও যাত্রী রাজিব (২২) গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা।

দগ্ধ বাপ্পি নেত্রকোণার মহনগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর দিয়াবাড়ী মিরপুর এলাকা থাকেন। তবে যাত্রী রাজিবের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।   তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
দগ্ধ বাপ্পি বাংলানিউজকে বলেন, আলিফ এন্টারপ্রাইজের এ গাড়িটি রামপুরা শ্রীপুর থেকে মিরপুর-১ পর্যন্ত যায়।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বনশ্রী থেকে কিছু যাত্রী নিয়ে রওনা দেয় এ বাসটি। কিন্তু আল রাজী ইসলামী হাসপাতালের সামনে পৌঁছলেই বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। বোমাটি দরজা দিয়ে ভেতরে প্রবেশের সময় হেলপার বাপ্পির গায়ে লাগলে গুরুতরভাবে দগ্ধ হন তিনি।

একই ঘটনায় ওই বাসের যাত্রী রাজিবও দগ্ধ হন।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

বাপ্পির মুখ, হাত-পাসহ শরীরের ৭০ শতাংশ এবং রাজিবের দুই হাত পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫/আপডেট : ২২০৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।