ফেনী: ফেনীতে পিকেটিংকালে আবু তাহের সুজন (২৮) নামে যুবদলের এক কর্মীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানোয়ার হোসেন দুলাল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে জেলা যুবদল সভাপতি গাজী হাবিবুল্লাহ গ্রুপের ওই কর্মীকে ধরিয়ে দেন বিএনপি নেতা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে পিকেটিং করছিলেন যুবদল কর্মী আবু তাহের সুজনসহ কয়েক কর্মী। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন দুলাল সুজনকে ধরেন। এরপর তার হাত থেকে সুজনকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা।
আটক সুজন চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মজিদ মেস্তরীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাটে বসবাস করে আসছেন। পেশায় সুজন একজন কাঠমিস্ত্রি।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার তারিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আটক সুজন জানিয়েছেন পিকেটিংকালে মনোয়ার হোসেন দুলাল তাকে ধরে ছাত্রলীগের হাতে তুলে দেয়। পরে ছাত্রলীগ কর্মীরা তাকে পিটিয়ে পুলিশে দেয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫