ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজদিখানে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সিরাজদিখানে জামায়াত নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জ: বাস ভাঙচুরের মামলায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়ন জামায়াতের আমির শামিম শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কেয়াইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, সম্প্রতি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বেশ কয়েকটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়।  
 
শামিম শেখ এ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।