ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গুলশান থেকে ফিরে গেলেন বিএনপিপন্থি সাংবাদিক নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
গুলশান থেকে ফিরে গেলেন বিএনপিপন্থি সাংবাদিক নেতারা ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে ফটকের সামনে প্রায় ১০ মিনিট অবস্থান করেও প্রবেশ করতে না পেরে ফিরে গেলেন বিএনপিপন্থি সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নেতৃত্বে নয় সদস্যের ওই সাংবাদিক প্রতিনিধি দল সেখানে পৌঁছান।



প্রায় ১০ মিনিট অবস্থানের পর খালেদার কার্যালয়ে প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে যান তারা।

প্রতিনিধি দলে ‍রুহুল আমিন গাজী ছাড়াও ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।