ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন মোশাররফ হোসেন মোহন (২৮), তার বোন ফরিদা সুলতানা পপি (২৪) ও তাদের খালা শাহীন আকতার (৩৮)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি-১৯ রোডের স্টার কাবাব সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
পথচারীরা আহতদের প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
আহত পপি জানান, ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা সন্ধ্যার পর শপিংয়ে বের হই। হঠাৎ আমাদের চলন্ত সিএনজি চালিত অটোরিকশার উপরে দুর্বৃত্তরা ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। অটোরিকশার ছাদের রেক্সিন গলে ককটেল ভেতরে ঢোকে। এতে আমরা তিনজনই বেশ আহত হই।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫