ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ফটক থেকে গুলশান থানায় নিয়ে যাওয়া নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির পরিবারকে প্রায় পৌন এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে, তাদের সঙ্গে আটক হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা এখনও পুলিশি হেফাজতে রয়েছেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৯টা ২০ মিনিটের দিকে নিশিতা ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে, খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে রাত পৌনে ৮টার দিকে জনির বাবা ইয়াকুব আলী, মা মরিয়ম বেগম, স্ত্রী মুন্নি আক্তার, নিশিতাসহ পাঁচজন গুলশান কার্যালয়ের সামনে পৌঁছান।
ছাত্রদল নেত্রী নিশিতা জনির পরিবারের সঙ্গে মিশে খালেদার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করায় তাকে আটক করা হয় বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫