ঢাকা: শুক্রবার পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। টানা ৫ কর্মদিবসে হরতালের পর শুক্রবারই প্রথম বিরোধী ২০ দলীয় জোটের হরতাল র্কমসূচি থেকে নিস্তার মিললো দেশবাসীর।
টানা ৫দিন হরতালের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবারকে (১৪ ফেব্রুয়ারি) হরতালের আওতামুক্ত রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে ফের হরতাল সহ আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে তারা।
এ পরিস্থিতিতে টানা হরতালের পর হরতালমুক্ত একটি দিন পাওয়ার স্বস্তির সঙ্গে রোববার থেকে নতুন করে হরতাল শুরুর শঙ্কার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিনকে স্বাগত জানাচ্ছে দেশবাসী।
হরতালের শঙ্কা কিংবা অবরোধের নাশকতা কোনো কিছুই অবশ্য বসন্ত আবাহনে থামিয়ে রাখতে পারেনি দেশবাসীকে। সব হুমকি ও শঙ্কাকে তুচ্ছ করে নগরবাসী ঠিকই প্রাণের টানে মেতে উঠেছে বসন্ত উৎসবে।
অবরোধ চললেও হরতাল না থাকায় শুক্রবার রাজধানী সহ সারা দেশের জনজীবন প্রায় স্বাভাবিক। সারা দেশেই চলছে ট্রেন, লঞ্চ, দূরপাল্লার সব যানবাহন।
সকাল থেকেই রাজপথে নেমে এসেছে বাসন্তী রংয়ের রঙ্গীন শাড়ি আর পাঞ্জাবি ফতুয়া পড়া সুবেশী তরুণ তরুণীর দল। তাদের বেশিরভাগেরই গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা প্রাঙ্গন। সেখানেই আজ অনুষ্ঠিত হচ্ছে বসন্ত বরণের মূল অনুষ্ঠান। নৃত্যগীত, আবৃত্তি আর সঙ্গীতে সঙ্গীতে সেখানে বরণ করে নেয়া হচ্ছে ঋতুরাজকে। বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেখানে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ।
পেট্রোল বোমার চোখ রাঙ্গানি কিংবা ককটেলের স্প্লিন্টারের ভয়ও বসন্তের প্রথম দিনে ঘরে বেধে রাখতে পারেনি মানুষকে।
এছাড়া এমনিতেই গত কয়েকদিনে রাজধানী সহ সারাদেশে হরতাল অবরোধের প্রভাব খুব একটা অনুভূত হয়নি।
বৃহস্পতিবারও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিলো যথারীতি যানবাহনের ভিড়, দোকানপাট, অফিস-আদালত, মার্কেট ছিলো যথারীতি খোলা। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কর্মকাণ্ডে ছিলো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
এ পরিস্থিতিতে ক্রমেই যেন প্রাসঙ্গিকতা হারাচ্ছে বিরোধী জোটের এই হরতাল অবরোধ কর্মসূচি।
উল্লেখ্য, ৫ জানুয়ারি পূর্ব ঘোষিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ওই দিন থেকেই লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। এর মাঝে মাঝে দেয়া হয় হরতালের কর্মসূচি। তবে গত দুই সপ্তাহে সরকারি ছুটির দিন ছাড়া সব কার্যদিবসেই হরতাল ডাকে বিরোধী জোট। এ পরিস্থিতিতে রোববার থেকে ফের হরতালের হুমকি দেয়ায় নাশকতার আশঙ্কায় দেশবাসী নতুন করে শঙ্কিত।
বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে দাবি না মানা হলে রোববার থেকে হরতাল সহ আরও কঠোর কর্মসূচির হুমকি দেন।
তার এ ঘোষণার ফলে সপ্তাহের সব কর্মদিবসব্যাপী টানা হরতাল তৃতীয় সপ্তাহে গড়ানোর বাস্তবতা তৈরি হলো। চলতি সপ্তাহ ও এর আগের সপ্তাহের সব কর্মদিবসেই হরতাল পালন করে ২০ দলীয় জোট। কেবল শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় হরতাল করেনি তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বিবৃতিতে কার্যত ফের রোববার থেকে টানা হরতাল শুরুরই আওয়াজ দিলেন সালাহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
** রোববার থেকে হরতালসহ কঠোর কর্মসূচি, শনিবার বিক্ষোভ