ঢাকা: রাজধানীর মিরপুর জোনের শিবিরের উপ-কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে ভাষানটেক থানা পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে তাৎক্ষণিক আটককৃত সকল শিবির কর্মীরা নাম জানা যায়নি।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিশাদ আরেফিন।
তিনি বলেন, শুক্রবার ভোররাত ৩টার সময় ভাষানটেক থানাধীন কচুক্ষেত ও ধামালটেক এলাকায় অভিযান চালিয়ে মিরপুর শিবিরের উপ-কমিটির সহ সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমানে জিহাদী বই, দলীয় ব্যানার, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের ডিসি নিশাদ আরেফিন।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫