ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শিবিরের সহ-সভাপতি বিল্লালসহ আটক ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
শিবিরের সহ-সভাপতি বিল্লালসহ আটক ১৫

ঢাকা: রাজধানীর মিরপুর জোনের শিবিরের উপ-কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে ভাষানটেক থানা পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বই জব্দ করা হয়।

তবে তাৎক্ষণিক আটককৃত সকল শিবির কর্মীরা নাম জানা যায়নি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিশাদ আরেফিন।

তিনি বলেন, শুক্রবার ভোররাত ৩টার সময় ভাষানটেক থানাধীন কচুক্ষেত ও ধামালটেক এলাকায় অভিযান চালিয়ে মিরপুর শিবিরের উপ-কমিটির সহ সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমানে জিহাদী বই, দলীয় ব্যানার, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের ডিসি নিশাদ আরেফিন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।