ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে বিএনপি জামায়াতের ১০ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
চাঁদপুরে বিএনপি জামায়াতের ১০ কর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

চাঁদপুর: নাশকতা সৃষ্টির আশঙ্কায় চাঁদপুরে বিএনপি ও জামায়াতের ১০কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার ১০ কর্মীদের মধ্যে বিএনপি নয় ও জামায়াতের একজন রয়েছে।

এদের মধ্যে চাঁদপুর সদরে তিন, কচুয়ায় দু’জন, ফরিদগঞ্জ দু’জন, শাহরাস্তিতে দু’জন ও হাজীগঞ্জে একজন।

পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে জেলার কচুয়া, সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। চলমান অবরোধে আটক ১০ কর্মীদের বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিল এমন অভিযোগ ও মামলা রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।