চাঁদপুর: নাশকতা সৃষ্টির আশঙ্কায় চাঁদপুরে বিএনপি ও জামায়াতের ১০কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ১০ কর্মীদের মধ্যে বিএনপি নয় ও জামায়াতের একজন রয়েছে।
এদের মধ্যে চাঁদপুর সদরে তিন, কচুয়ায় দু’জন, ফরিদগঞ্জ দু’জন, শাহরাস্তিতে দু’জন ও হাজীগঞ্জে একজন।
পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে জেলার কচুয়া, সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। চলমান অবরোধে আটক ১০ কর্মীদের বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিল এমন অভিযোগ ও মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫