ঢাকা বিশ্ববিদ্যালয়: এসএসসি পরীক্ষার তৃতীয় দিনেও কেন্দ্র পাহারায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে পুরনো ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তাদের সঙ্গে ছাত্রলীগের স্থানীয় ইউনিট সমুহের নেতাকর্মীরাও যোগ দেন।
বদিউজ্জামান সোহাগ বাংলানিউজকে বলেন, সকাল থেকে আমরা সরকারি মাদ্রসা ই আলিয়া, আরমানীটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি।
তিনি বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় এজন্য আমরা কোনো কেন্দ্রের ভেতরে প্রবেশ করিনি।
ছাত্রলীগের এ কাজের জন্য পরীক্ষার্থীদের অভিভাবকেরা তাদের ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান সোহাগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেন্দ্র পরিদর্শনে আরো ছিলেন- সহ-সভাপতি আবদুল কাদের মহিউদ্দিন মাহী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, দফতর সম্পাদক শেখ রাসেল, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫