ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশিদের কথায় সংলাপে রাজি হবে না সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
‘বিদেশিদের কথায় সংলাপে রাজি হবে না সরকার’ হাছান মাহমুদ

ঢাকা: বিদেশিদের কথায় পেট্রোল বোমা নিক্ষেপকারীদের সঙ্গে সরকার সংলাপে বসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।


 
হাছান মাহমুদ বলেছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনের দেখা করেছেন খালেদা জিয়া। তার (খালেদা জিয়া) বেশভূষায় আমরা কোনো শোকের ছাপ দেখিনি। তিনি ও তার দল বিএনপি চায় বিদেশিরা এসে সরকারকে সংলাপে বসাতে রাজি করাবে। সরকার আপনাদের পেট্রোলবোমা নিক্ষেপকারীদের সঙ্গে আলোচনা নয়, আপনাদের দমন করবে।

বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, শুনেছি আপনারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। নিয়মতান্ত্রিক ভাবে বিক্ষোভ করেন, আমরা খুশি হবো। তবে আবারও পেট্রোলবোমা নিক্ষেপ করলে আপনাদের গণপিটুনি দেওয়া হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিক পার্টির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন-  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০‌১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।