ঢাকা: আন্দোলন নয়, হরতাল-অবরোধের নামে বিএনপি মানুষ হত্যা করছে দাবি করে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ মানববন্ধন করে।
রাজনীতির নামে বিএনপি নেত্রী খালেদা জিয়া খুন, সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, শুধু মানুষ হত্যা নয়, দেশের উজ্জ্বল ভবিষ্যতও নষ্ট করছেন তিনি। হরতাল-অবরোধের কারণে দেশের প্রায় ১৫ কোটি শিক্ষার্থীর শিক্ষা ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে তারা বলেন, অবরোধ-হরতালের নামে মানুষ হত্যা বন্ধ করুন, অন্যথায় ভবিষ্যত ভালো হবে না।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫