ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা, ৫০ মিটার ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
গাজীপুর বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা, ৫০ মিটার ভস্মীভূত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসে (উত্তর ছায়াবীথি) পেট্রোল বোমা মেরে ৫০টি মিটার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোনো এক সময় পেট্রোল বোম ছুড়া হয় বলে ধারণা করেছেন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রৌকশলী নূর মোহাম্মদ।



রাতে ‍অফিসে কোনো লোক না থানায় বিষয়টি টের পাইনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে অফিসে গিয়ে এ ‍অবস্থা লক্ষ্য করা যায়।  

নূর মোহাম্মদ বলেন, অফিসের বারান্দায় অকেজো অবস্থায় ৫০টি মিটার রাখা ছিলো। বারান্দায় বোমাটি বিস্ফোরিত হওয়ায় মিটারগুলো পুড়ে যায়।

রাতের যে কোনো এক সময় দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রোল বোমা ছুড়ে মারে বলে ধারণা করেন তিনি। তবে অফিসের বারান্দায় বোমার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।