গাজীপুর: গাজীপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসে (উত্তর ছায়াবীথি) পেট্রোল বোমা মেরে ৫০টি মিটার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোনো এক সময় পেট্রোল বোম ছুড়া হয় বলে ধারণা করেছেন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রৌকশলী নূর মোহাম্মদ।
রাতে অফিসে কোনো লোক না থানায় বিষয়টি টের পাইনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে অফিসে গিয়ে এ অবস্থা লক্ষ্য করা যায়।
নূর মোহাম্মদ বলেন, অফিসের বারান্দায় অকেজো অবস্থায় ৫০টি মিটার রাখা ছিলো। বারান্দায় বোমাটি বিস্ফোরিত হওয়ায় মিটারগুলো পুড়ে যায়।
রাতের যে কোনো এক সময় দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রোল বোমা ছুড়ে মারে বলে ধারণা করেন তিনি। তবে অফিসের বারান্দায় বোমার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫