ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শহীদ বসুনিয়ার প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
শহীদ বসুনিয়ার প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়: শহীদ রউফুন বসুনিয়ার ৩০তম শাহাদাৎ বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সংলগ্ন এলাকায় অবস্থিত বসুনিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।



এ সময় বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এক মিনিট নিরবতা পালন করেন।

এরপর বসুনিয়ার জীবন থেকে শিক্ষা নিতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বাংলানিউজকে বলেন, শহীদ রাউফুন বসুনিয়া শিক্ষার অধিকার আদায়ে সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। তাই আজকের দিনে আমাদের প্রত্যাশা তরুণ প্রজন্ম বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবির সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।