গাইবান্ধা: গাইবান্ধায় বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী। তারা পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের হওয়ার মামলার আসামি। বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পারেননি তিনি।
গ্রেফতাদের দুপুরে আদালতের মাধ্যমে গাইবান্ধার কারাগারে পাঠানো হবে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫