সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আলম (৩৫) ও বিএনপির দু’জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া অন্য দু’জন বিএনপি কর্মীর নামপরিচয় জানা যায়নি।
দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া মুর্শেদের বিরুদ্ধে পুলিশ এসল্টের মামলা রয়েছে এবং অন্য দু'জনের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫