ঢাকা: পেট্রোল-বোমা, ককটেল হামলাসহ বিএনপির ‘জঙ্গি’ রাজনীতির সঙ্গে দেশের মানুষ নেই। সাধারণ মানুষ সচেতন বলেই বিএনপির ‘জঙ্গিদের’ সঙ্গে তারা নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদের নেতারা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন ওই সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানু প্রমুখ।
হরতাল-অবরোধের নামে মানুষকে হত্যা বন্ধ না করলে বিএনপি ও তার জোটকে কঠিন মাশুল গুণতে হবে বলেও জানায় সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫