ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘একাত্তরের প্রেতাত্মারাই এখন জঙ্গিরূপে আবির্ভূত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
‘একাত্তরের প্রেতাত্মারাই এখন জঙ্গিরূপে আবির্ভূত’ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি

রংপুর: ৭১ সালের প্রেতাত্মারাই ১৫ সালে জঙ্গিরূপে আবির্ভূত হয়ে দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।  

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



শাজাহান খান বলেন, গত ৪০ দিন ধরে বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশের ৬০ জন ড্রাইভার-হেলাপরকে পুড়িয়ে মেরেছে। ৫ হাজার যানবাহানে অগ্নিসংযোগ করেছে।

মন্ত্রী বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসেই পরিবহন সেক্টরে আঘাত শুরু করে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় তাদের গুন্ডা বাহিনী দিয়ে পরিবহন সেক্টর দখল করে নিয়ে শ্রমিকদের হত্যা করিয়েছেন।

শাজাহান খান বলেন, ২০০৪ সালে ৠাব বাহিনী দিয়ে বিএনপি রংপুরের জনপ্রিয় শ্রমিক নেতা আবুল কালামকে হত্যা করেছে। ২০১৩ সালে ৩ হাজার গাড়ি পুড়িয়ে ৫৫ জন ড্রাইভার-হেলপারকে হত্যা মেরেছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না পুলিশ-বিজিবি সদস্যরাও।

তিনি বলেন, আগে আন্দোলনে পুলিশের গুলিতে মানুষ মারা যেতো এখন বিরোধী দলের হাতে মানুষ ম‍ারা যাচ্ছে, কোনো দেশে এ ধরনের ঘটনা ঘটেনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন আমরা বিশ্বাস করি না। যিনি ভোটে জিতবেন তিনিই ক্ষমতায় থাকবেন। জনগণ এখন রাস্তায় নেমে এসেছে। দুর্বৃত্তদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর বিভাগীয় কমিশনার দেলোয়ার বক্স, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির, শ্রমিক নেতা ‍ওসমান খান প্রমুখ নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।