ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় জামায়াতের চারকর্মীসহ গ্রেফতার ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
তালায় জামায়াতের চারকর্মীসহ গ্রেফতার ৫

তালা (সাতক্ষীরা): নাশকতার মামলায় সাতক্ষীরার তালা উপজেলার জামায়াতের চারকর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার ব্যক্তিরা হলেন- তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহম্মেদ খানের ছেলে ফরহাদ খান (৩৮), হরিহরনগর গ্রামের করিম শেখের ছেলে মকবুল শেখ (৪২), মাগুরা গ্রামের গোলাম রসুল (৪৫), অভয়তলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে আবু সাইদ (৩৫) ও  মাছিয়াড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আয়ুব আলী (২৭)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ও উপজেলাধীন পাটকেলঘাটা থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।