ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ফের ফেরত গেলো খালেদার কার্যালয়ের খাবার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ফের ফেরত গেলো খালেদার কার্যালয়ের খাবার! ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুপুরের খাবার দিতে আসা ভ্যান ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বাসা থেকে পাঠানো খাবার কার্যালয়ে ঢুকতে দেওয়ার সোয়া ঘণ্টা পর ৭০ প্যাকেট খাবার ও ৭০ বোতল পানিভর্তি একটি ভ্যান আসে।

তবে, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মতো এই দফায়ও খাবারবাহী ভ্যানটি খালেদার কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়।

এ সময় গুলশান থানার এক পুলিশ কর্মকর্তা ভ্যানটির উপরে বসে খাবার সরিয়ে নিয়ে যান বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। খাবার ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা উপরের আদেশ মানছি। আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন।

খাবার ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার উত্তেজিত হয়ে কার্যালয়ের ভেতরে থেকে বলতে থাকেন, ভেতরে কোনো খাবার নেই। আমরা ম্যাডামের (খালেদা জিয়া) দেওয়া খুরমা, মুড়ি ও চানাচুর খেয়ে দিনযাপন করছি। আমাদের রিজিকে হাত দেওয়ার অধিকার কারও নেই। আমাদের খাবার ঢুকতে দিন। ফাঁসির আসামিদেরও খাবার দেওয়া হয়।

এর আগে, ১২টার দিকে কিছু মোয়া ও কয়েকটি লাঞ্চবক্সভর্তি একটি ব্যাগ খালেদার কার্যালয়ে পৌঁছে দেন জহুরুল ইসলাম নামে সেলিনা হোসেনের বাসার এক গৃহকর্মী।

জহুরুল গুলশান কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা খাবারের ব্যাগ তল্লাশি করে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর তিনি খালেদার কার্যালয়ে খাবার পৌঁছে দেন। অবশ্য বের হওয়ার সময় দুই ব্যাগ কাপড়-চোপড় (ধৌত করার জন্য) সাথে করে নিয়ে আসেন জহুরুল।

এর আগে, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান খালেদার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০‌১৫

** সেলিমার বাসার খাবার খালেদার কার্যালয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।