নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে গুলিভর্তি অস্ত্রসহ সোলায়মান বাবু (৩৮) নামে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশ পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার একটি বিজ থেকে বাবুকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করা হয়।
গ্রেফতার বাবু জালকুড়ি তালতলা এলাকার মৃত আমানউল্লাহর ছেলে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বাবুকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জের কয়েকটি পেট্রোল পাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দিতে বাবুর ওপর দায়িত্ব ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫