নোয়াখালী: চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি-শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ৬ কর্মীদের মধ্যে বিএনপির পাঁচজন ও শিবিরের একজন কর্মীর রয়েছে বলে জানা গেছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫