গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ কর্মী আব্দুল হামিদ খান হীরু হত্যা মামলায় গোলজার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাটামোড়ের চৌমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোলজার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বড়শাহ গ্রামের আমির হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, যুবলীগ কর্মী হীরুকে বুধবার রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নর্গিস বেগম বাদী হয়ে ওই দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে গোলজারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫