গাজীপুর: জেলার শিববাড়িতে গাড়িতে পেট্রোল বোমা ছোড়ার সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুরের শিববাড়িতে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিববাড়িতে গাড়িতে বোমা ছোড়ার সময় দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। বর্তমানে তারা গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫