ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমা নিক্ষেপকালে ২ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
পেট্রোল বোমা নিক্ষেপকালে ২ শিবিরকর্মী আটক ছবি: প্রতীকী

গাজীপুর: জেলার শিববাড়িতে গাড়িতে পেট্রোল বোমা ছোড়ার সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- রুমন মিয়া ও নাসির উদ্দিন। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ‌

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুরের শিববাড়িতে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিববাড়িতে গাড়িতে বোমা ছোড়ার সময় দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। বর্তমানে তারা গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জয়দেবপুর থানার ডিউটি  অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।