লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।
লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান চুট্টোকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে তারা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর শহরের শাখারিপাড়া এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান চুট্টোকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫