ময়মনসিংহ: ময়মনসিংহে শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ পেব্রুয়ারি) দিনগত রাতে শহরের দিঘারকান্দা এলাকার জামায়াত-শিবির পরিচালিত আল মানার এতিমখানা ও মাদরাসার মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ঈশ্বরগঞ্জের রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম, সদর উপজেলার সুহিলা গ্রামের ইদ্রিস আলীর পুত্র আব্দুল করিম ও ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের পুত্র আলম মিয়া।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫