ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী: মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার দুপুরে নীলফামারী শহরের শান্তিনগর মোড়ে ৩০ শয্যার জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, যারা মানুষ খুন করে তারা সন্ত্রাসী, বিএনপি জামায়াত পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করছেন। তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। পৃথিবীর কোনো দেশে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের নজির নেই।

তিনি আরও বলেন, সংলাপ হতে পারে তাদের সঙ্গে যারা রাজনীতি করে, জনগণের কল্যাণের জন্য আন্দোলন করে।

আসাদুজ্জামান নূর বলেন, বিএনপি-জামায়াতের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই। দেশের কোথাও আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং হচ্ছে না। জনসমর্থন না থাকায় বিএনপি-জামায়াত সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাস পোড়াচ্ছেন, পেট্রোল বোমা হামলা করে সাধারণ মানুষ হত্যা করছেন তারা।

মৌন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী বার সমিতির সভাপতি আলিম উদ্দিন বসুনিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।