ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সহিংসতা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলনের মানবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
সহিংসতা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলনের মানবন্ধন

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ‘সংঘাত নয় শান্তি চাই, মানবতার মুক্তি চাই’ এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন সংগঠন দু’টি চলমান সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানবন্ধনে দুই সংগঠনের শতাধিক নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আশুলিয়া সভাপতি মাওলা আনিছুর রহমান ও ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. হৃদয় ইসলাম চন্নু উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অবিলম্বে দেশে চলমান হরতাল-অবরোধে জালাও-পোড়াওয়ের মাধ্যমে মানুষ হত্যা বন্ধের দাবি জানান। শান্তির মধ্য দিয়ে এর সমাধানের পথ খোঁজার কথাও বলেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।