ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বিক্ষোভ সফল করতে আব্বাস-সোহেলের আহ্বান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বিক্ষোভ সফল করতে আব্বাস-সোহেলের আহ্বান মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল

ঢাকা: শনিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরীর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের পাঠানো এক যুক্ত বিবৃতিতে ‌ আহ্বান জানান।



বিবৃতিতে মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল বলেন, সরকারের নানা নির্যাতন সত্ত্বেও ২০ দল দেশব্যাপী শান্তিপূর্ণভাবে অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্র পুনরুদ্দার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র শনিবার কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

‘ঢাকা মহানগরেও প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা শান্তিপূর্ণভাবে সফল করতে দলের সব স্তরের নেতা-কর্মীসহ নগরবাসীকে আহ্বান জানাচ্ছি। ’

সরকার নতুন সংসদ নির্বাচনের আন্দোলনকে ‘কলঙ্কিত’ করতে বিভিন্ন স্থানে সহিংসতা ও নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

‘গণতন্ত্র পুনরুদ্দারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে’ দাবি করে আব্বাস ও সোহেল বলেন, চূড়ান্ত পর্যায়ে ২০ দলের নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে শেষ ধাপের আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।