ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘এবার বিরোধীদল বিরোধী আন্দোলন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
‘এবার বিরোধীদল বিরোধী আন্দোলন’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: এর আগে দেশে সরকার বিরোধী আন্দোলন হয়েছে, এবার হবে বিরোধীদল বিরোধী আন্দোলন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ২০ দলীয় জোটের সহিংসতার প্রতিবাদে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় টার্মিনালে বগুড়া মোটর মালিক গ্রুপ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। ধরা পড়ে গেছেন রঙ্গিলা জালে।

মন্ত্রী বলেন, তিনি (খালেদা) নিজেই নিজেকে কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ করে জনগণকে ভ‍ুল বুঝিয়ে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু জনগণ সব বুঝে গেছে। তারাই সব সহিংসতার সমুচিত জবাব দিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।  

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বর্তমান সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা সহ্য করবে না। প্রয়োজনে সড়কে পাহারা দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হবে।

‘জনগণ সঙ্গে না থাকলে আন্দোলন হয় না। অথচ বেগম জিয়া দিনের পর দিন অবরোধ-হরতালের নামে খেঁটে খাওয়া দিনমজুরদের না খেয়ে মারার ব্যবস্থা করছেন। ’

বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি আকতারুজ্জামান ডিউকের সভাপতিত্বে ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেলের পরিচালনায় সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বগুড়ার জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাস-ট্রাক মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ খান, মোটর শ্রমিক ইউনিয়নের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া জেলার সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি, বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক পরিবহনের সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।