বগুড়া: বগুড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় জামায়াত-শিবিরের কর্মীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় জামায়াতের একজন ও ছাত্রশিবিরের একজনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫।