ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে ককটেল বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে ককটেল বিস্ফোরণে আহত ৩ ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাসে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে  তিন যাত্রী আহত হয়েছেন।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন-মোজাম্মেল (২১), নুরুল ইসলাম (৬০) ও হিরা মিয়া (২৭)।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে তারা সদরঘাট থেকে গাবতলীগামী একটি বাসে করে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট সংলগ্ন এলাকায় চলন্ত বাসে কে বা কারা ককটেল ছুড়ে মারেন। এতে ওই তিনজন আহত হন।

বাসের অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, মোজাম্মেলের পিঠে ও হাতে স্প্লিণ্টার বিদ্ধ হয়েছে, নুরুল ইসলামের ডান হাতের বাহুতে এবং হিরা মিয়ার মুখে আঘাত লেগেছে। তাদের ঢ‍ামেকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।