ঢাকা: রাজধানীর মালিবাগের যমুনা ব্যাংক ও পদ্মা সিনেমা হলের কাছে তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় যমুনা ব্যাংকের সামনে থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।
রামপুরা থানার অপারেশরন অফিসার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আটক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ওই সব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫